বঙ্গোপসাগরে আরও ২ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১০
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে ইয়াকুব বাওয়ালী ও বাদল নামে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তৃতীয় দিনের অভিযানে আজ সোমবার দুপুরে ও বিকেলে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে ওঠা ওই দুই জেলের লাশ উদ্ধার করেন জেলেরা। ইয়াকুব ও বাদলের বাড়ি বাগেরহাটের কচুয়ায় বলে জানা গেছে।
পূর্ব বনবিভাগের দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা আজ দুপুরে একজন ও বিকেলে আরেকজন জেলের লাশ ভাসতে দেখে তারা উদ্ধার করেন। লাশদুটি সাগর থেকে চরে আনা হয়েছে। তাদের নাম ইয়াকুব বাওয়ালী ও বাদল বলে জানা গেছে। তাদের দুজনেরই বাড়ি বাগেরহাটের কচুয়ায়।
প্রহ্লাদ চন্দ্র রায় আরও বলেন, আজ দুই জেলের লাশ উদ্ধারসহ এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জেলে। এর আগে ১২টি ট্রলার উদ্ধার করা হলেও এখনও সাগরে নিমজ্জিত সাতটি ট্রলারের সন্ধান মিলেনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলে নিঁখোজ হয়েছিলেন।