বজ্রাঘাত থেকে রক্ষায় নেত্রকোনাতে তালের চারা রোপণ
বজ্রাঘাত থেকে রক্ষা, মাটির ক্ষয় রোধ, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় নেত্রকোনায় তালের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতিখিলায় বলদারকান্দা রাস্তায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নেত্রকোনা সদর উপজেলায় রাস্তার দুপাশে সাড়ে ছয় হাজার তালের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে প্রায় শতাধিক চারা রোপণ করা হয়।
চল্লিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ চারা রোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, চল্লিশা ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাহাবুব উল মজিদ, সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার ফকির প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘যেহেতু নেত্রকোনা হাওর এলাকা, তাই প্রায়ই বজ্রপাত হয়। বজ্রপাত প্রতিরোধে ইতোমধ্যে নেত্রকোনা জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে লাইটিং এরেস্টেটর নির্মাণের জন্য ২৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তালগাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত, মাটির ক্ষয় রোধ, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি ও প্রকৃতির ভারসাম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য হারিয়ে বজ্রপাতের মাত্রা বেড়েই চলেছে।’
জেলা প্রশাসক উপস্থিত সবাইকে নিজ নিজ আঙিনায় নিজ উদ্যোগে তালগাছের চারা ও তাল বীজ লাগানোর জন্য অনুরোধ জানান।