বাংলাদেশকে টাকা কামানোর মেশিন বানিয়েছে আ.লীগ : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বাংলাদেশকে এখন আওয়ামী লীগ লুটের আখড়া বানিয়েছে, টাকা কামানোর মেশিন বানিয়েছে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। ১৫ বছর ধরে এই সরকারের আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।’
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর সোনাদীঘির মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিদ্যুৎ-গ্যাস, নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিভাগীয় শহরে একযোগে বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে রাজশাহীর সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বর্তমান সরকারকে দানবীয় সরকার দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজকে ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকারে বসে দানব সেজেছেন, শাসক সেজেছেন, লুটেরা সেজেছেন, গুন্ডামি করছেন।’
ঢাকায় বিএনপির গণসমাবেশের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাঁকে গ্রেপ্তারের কারণ এখনও জানেন না উল্লেখ করে সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘আজকে দেশে এই গ্রেপ্তার-নির্যাতন, হত্যা-গুম-খুন করছে ক্ষমতায় টিকে থাকার জন্য। বর্তমান সরকারকে জনগণ ভোট দেয়নি। গত ১৫ বছরে তিনটি নির্বাচন হয়ে যাওয়ার কথা। এই ১৫ বছরে অনেকের জন্ম হয়েছে। অনেকে ভোটার হয়েছে। যারা ১৫ বছর আগে ভোটার হয়েছেন, তারা আজ পর্যন্ত একটি ভোটও দিতে পারেননি।’
মির্জা আব্বাস বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগকে জনগণ ভোট দেয়নি। এখনও তাদের ভোটের প্রয়োজন নেই। ভোটের প্রয়োজন থাকলে তারা এভাবে বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়াত না। জনগণ আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা, হাবিবুর রহমান হাবিব ও কর্নেল (অব.) আবদুল লতিফ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।