মাগুরায় কৃষকের পাঁচ শতাধিক পেঁপেগাছ কেটে শত্রুতা
মাগুরায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক কৃষকের পাঁচ শতাধিক পেঁপেগাছ ও পুঁইশাক কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এমন অভিযোগ তুলেছেন কৃষক কাজী সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার জেলার শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাঁর শত বছরের ভোগকৃত পৈত্রিক সম্পত্তির এক একর ৩৫ শতাংশ জমির পেঁপেগাছ ও পুঁইশাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে প্রতিপক্ষরা।
কৃষক কাজী সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, ওই জমিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ লুৎফার, বদু, খোকন ও ডলারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা এই কাজ করে। আজ বুধবার দুপুরেও ওই বাহিনী জমি দখলের পায়তারা করেছে। বর্তমানে তাঁর পরিবারটি জীবননাশের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নুল আবেদীন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেতটি পরিদর্শন করেছে। জমিটি নিয়ে আদালতে মামলা থাকায় তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।