মিয়ানমারের ৮১ চোরাই গরু জব্দ বিজিবির
কক্সবাজারের পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমারের ৮১টি চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বিজিবি নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদল গরু চোরাকারবারি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গরু আনার সংবাদ পায় নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন। সেই সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবির একটি টহল দল আজ বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যরা বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তের লেমুছড়ি, আশারতলী ও ফুলতলী পয়েন্ট থেকে ৮১টি মিয়ানমারের গরু জব্দ করতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, চলতি বছরের জানুয়ারি হতে আজ পর্যন্ত বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন জব্দ করা মিয়ানমারের চোরাই গবাদি পশু নিলামে বিক্রি করে প্রায় ১৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। বিজিবি সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালান কার্যক্রম কঠোর হাতে দমন করবে।