রাতে মশার কয়েল কেনার পর সকালে অভিযোগ, দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের
গাজীপুরে মশার কয়েল বেচা-কেনাকে কেন্দ্র করে দোকানদারের ছুরিকাঘাতে গুরুতর আহত হৃদয় (২৫) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে মৃত্যু হয় তাঁর।
নিহত হৃদয় মহানগরীর তরৎপাড়া এলাকার আনেয়ার হোসেনের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী বলছেন, গত শুক্রবার রাতে স্থানীয় রিয়াজুলের দোকান থেকে মশার কয়েল কেনেন হৃদয়। পরদিন সকালে রিয়াজুলের দোকানে গিয়ে কয়েলগুলো নিম্নমানের বলে অভিযোগ করায় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় দোকানে বসে থাকা রিয়াজুলের ভাগনে রাকিবসহ আলমগীর, উজ্জ্বল ও তুহিন নামের যুবকেরা হৃদয়কে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে রিয়াজুর চাকু দিয়ে হৃদয়ের পিঠে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে মৃত্যু হয় তাঁর।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মৃত্যুর সংবাদে পুলিশ হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।