শেরপুরের গারোপাহাড়ে হাতির অভয়াশ্রম করতে জরিপ শুরু
শেরপুর জেলার গারোপাহাড় অধ্যুষিত এলাকাগুলোতে তৈরি হচ্ছে হাতির অভয়াশ্রম। এমনটা জানানো হয়েছে এক জনসচেতনতামূলক সভায়। গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ‘হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব’ বিষয়ক এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বন্যপ্রাণী বিশেষ করে হাতি হত্যা রোধে ব্যবস্থা নিতে হবে। বন্যহাতি কিন্ত আমাদের শত্রু নয়। হাতি পরিবেশের জন্য উপকারী প্রাণী।’
সভার সভাপতি প্রধান বন সংরক্ষক সভায় সভাপতি প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, ‘গারোপাহাড়ে হাতির অভয়ারণ্য তৈরির জন্য ইতোমধ্যে জরিপ কাজ শুরু হয়েছে। এছাড়াও হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
সভায় কেন্দ্রীয় অঞ্চল ঢাকার বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীনসহ নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার বন বিভাগের কর্মকর্তা, এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বন বিভাগের সামাজিক বনায়নে উপকারভোগীদের লভ্যাংশ দাবিদার ৩২ জন নারী পুরুষের মধ্যে এক কোটি ৯ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া তিন উপজেলার সীমান্তর্তী ইআরটি সদস্যদের মাঝে হ্যান্ড মাইক, জগলাইট প্রদান করা হয়।