শেরপুরে পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শেরপুরে কৃষি বিপণন কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছেন। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলে।
কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ভ্রাম্যমণ আদালতের অভিযান চালানোর ফলে বাজারে চিনির দাম কেজিতে তিন টাকা করে কমেছে। অভিযানের আগে মূল্য ছিল ১১৫ টাকা অভিযানের পর তা ১১২ টাকায় নেমে আসে।
আলমগীর হোসেন জানান, রমজানকে সামনে রেখে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এই কার্যক্রম চলমান থাকবে।
অভিযানের সময় শহরের তেরাবাজার মুরগিহাটির একটি মুরগির দোকান ও একটি ফলের দোকানে মূল্য তালিকা এবং ক্রয় রশিদ না থাকায় জরিমানা করা হয়।
এদিকে অভিযানের পরপরই আবার চিনির দাম ১১৫ টাকা হয়েছে বলে ভোক্তারা অভিযোগ করেছেন।