মাইক্রোবাসে তরুণী ধর্ষণের ঘটনায় আটক দুজন
রাজধানীতে মাইক্রোবাসে তুলে আদীবাসী এক তরুণীকে ধর্ষণের ঘটনার ছয় দিনের মাথায় দুজনকে আটক করেছে র্যাব। এরা হলেন আশরাফ খান তুষার ও জাহিদুল ইসলাম লাভলু। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার গুলশান ও পটুয়াখালীর কুয়াটাক দুজনকে আটক করে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। এতে আজ বুধবার দুপুর ১২টার দিকে এ নিয়ে র্যাবের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ের বিষয়টি জানানো হয়।
এর আগে ভুলভশত ধর্ষণের ঘটনায় তিনজনকে আটকের বিষয়টি প্রকাশ করা হয়।
গত ২১ মে রাজধানীর কুড়িল বাসস্ট্যান্ড থেকে এক আদিবাসী নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। ২১ বছর বয়সী ওই গারো নারী কাজ শেষে উত্তরার বাসায় যাওয়ার জন্য কুড়িল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। নির্যাতিত নারী ২২ মে রাজধানীর ভাটারা থানায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে মামলা করেন। জিজ্ঞাসাবাদে ওই তরুণী একজনের নাম জানিয়েছিলেন।
র্যাব জানায়, তাঁরা ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।