পানের বরজে মিলল ১২ লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে ১২ লাখ ১০ হাজার টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে সাবরাং কচুবনিয়া এলাকার পানের বরজ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজিবির অভিযানে উদ্ধার হওয়া এটিই এখন পর্যন্ত ইয়াবার সবচেয়ে বড় চালান।
বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকনাফ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, টেকনাফের পশ্চিম দিকে অবস্থিত বঙ্গোপসাগর দিয়ে কচুবনিয়া এলাকায় ইয়াবার একটি বড় চালান যাওয়ার সংবাদ পাওয়া যায়। পরে আজ সকাল ১০টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি। তল্লাশির সময় কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পানের বরজে চারটি বস্তা পাওয়া যায়। ওই বস্তা থেকে ১২ লাখ ১০ হাজার টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে সেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
এর আগে গত ১৬ এপ্রিল সাবরাং সীমান্তে ২৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের নয় লাখ ৮০ হাজার টি ইয়াবা বড়ির চালান আটক করে বিজিবি।