রাঙামাটিতে বিদ্যুৎ ব্যবস্থা তছনছ
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে রাঙামাটির বিদ্যুৎ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। একটা সময় পর্যন্ত রাঙামাটি শহর কার্যত অন্ধকারে ছিল। গতকাল মঙ্গলবার দুপুরের পর মধ্যরাত পর্যন্ত জেলা শহরের কোথাও বিদ্যুৎ নেই। ঝড়ের কারণে অন্তত অর্ধশতাধিক স্থানে গাছ উপড়ে কিংবা ডাল ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়েছে এবং ১৫/২০টি স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এসব কারণেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি শহর।
শহরের হাসপাতাল, সেনানিবাসের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো বিদ্যুৎহীন ছিল প্রায় ১২ ঘণ্টা। দ্রুততম সময়ের মধ্যে শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিদ্যুৎ বিভাগের পাঁচটি দল মাঠে কাজ করছে। তারা বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছপালা অপসারণ এবং উপড়ে বা ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি পুনঃস্থাপন করার কাজ করছে। বিদ্যুৎ বিভাগের সব কর্মীই মাঠে কাজ করছে বলে জানিয়েছেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার।
প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার এবং প্রকৌশলী দুলাল হোসেন সার্বক্ষণিক এই কাজের তদারক করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে দু-তিন দিন সময় লাগতে পারে।
নির্বাহী প্রকৌশলী সবার সহযোগিতা কামনা করে বলেছেন, ‘এত বড় একটি দুর্যোগ, সবাই পরিস্থিতি বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা চেষ্টা করছি, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক করতে, তবে কাজটি খুব সহজও নয়। আশা করছি, সবাই সহযোগিতা করবেন আমাদের।’
রাঙামাটি শহরে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে অন্তত দুজন নিহত, একজন আহত হওয়ার পাশাপাশি প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘরের চাল উড়ে গেছে।