জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন তৈরির আহ্বান এরশাদের

মিয়ানমারের আরাকান রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপত্তা জোন বা সেফ জোন তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এরশাদ বলেন, ‘এই অত্যাচার মানুষ সহ্য করবে না। আমরা চাই আপনারা আপনাদের দেশে আবার ফিরে যান। পরিবেশ সৃষ্টি করা হোক একটা সেফ জোন, নিরাপত্তা জোন তৈরি করা হোক।’
আরকানে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোন তৈরি করা হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আবার নিজের দেশে ফিরে যেতে পারবেন বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এই সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, কাজি ফিরোজ রশিদ, মাহজামিন মোর্শেদসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।