সাংবাদিক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে মৌন মিছিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/25/photo-1469465128.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে এবার মৌন মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
আজ সোমবার বেলা ১১টায় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি থেকে আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন কুবিসাস নেতারা।
সংগঠনের নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের সংবাদ পরিবেশন জেরে গত ১৭ ও ১৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের লাঞ্ছিত করেন সেকশন অফিসার জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মো. আবদুল লতিফ ও কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান তুষার। ১৮ মে কুবিসাসের সভাপতি রাসেল মাহমুদকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে ক্যাম্পাস ছাড়া করার হুমকি দেন কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান তুষার। ওই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ১৯ মে উপাচার্যকে স্মারকলিপি দেয় কুবিসাস। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গত বুধবার মানববন্ধন করে সাংবাদিক সমিতি। মানববন্ধন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে গতকাল রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সাংবাদিকরা জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় সাংবাদিকরা আজ ক্যাম্পাসে মৌন মিছিল করে।
মৌন মিছিলে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রক্তদাতা সংগঠন বন্ধু, আবৃত্তি সংগঠন অনুপ্রাস, সায়েন্স ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ মার্চ সেকশন অফিসার জাকির হোসেন এক শিক্ষককে লাঞ্ছিত করেন। এতে জাকির হোসেনের বিচারের দাবিতে ক্লাস বর্জন, মৌন মিছিলসহ সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।