প্রথম থেকে একাই লড়াই-সংগ্রাম করছি, পেছনে কেউ নেই : হিরো আলম
‘আমি প্রথম থেকে একাই লড়াই-সংগ্রাম করছি, আমার পেছনে কেউ নেই’ বলেছেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের এক প্রশ্নে তিনি এই কথা করেন।
হিরো আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমাকে হারাতে পারবে না।‘ তিনি বলেন, ‘আর যদি বগুড়ার মতো নয়-ছয় হয়, তাহলে তো বুঝতেই পারছেন সেটা হবে ষড়যন্ত্র।’
হিরো আলম বলেন, ‘গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই বিশ্বাস থেকে প্রার্থী হয়েছি। তবে, বরিশাল সিটির মতো নির্বাচন হলে জিততে পারব না।’
আগামী ১৭ জুলাই এ আসনে উপনির্বাচনে ভোট হবে ব্যালটের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।