নেত্রকোনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন
‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মানিত করেছেন’ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। আজ রোববার (২৬ জুন) বিকেলে নেত্রকোনার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রদর্শনসহ জীবন-যাপনে সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের কল্যাণে সম্মানীভাতা বাড়িয়েছেন, ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছেন, চিকিৎসার ব্যবস্থাসহ সামগ্রিকভাবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’
দুই কোটি আট লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে জেলা শহরের আরামবাগ এলাকায় তিনতলা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া পড়া হয়।