মহাসমাবেশের মিছিলে অসুস্থ বিএনপিনেতার মৃত্যু
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই দৈনিক বাংলার মোড়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের কাছে ফকিরাপুলে মিছিলের সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক বাংলার মোড়ে মিছিল থেকে হঠাৎ মাথা ঘুরে পরে যায় ও অজ্ঞান হয়ে যায় মাহমুদ হোসেন। এ সময় তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ নেতা। তার মৃত্যুতে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’
এদিকে, মাহমুদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে জানান, আজ মাহমুদ হোসেনকে হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।