পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/09/pabna_photo.jpg)
পাবনার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে জেলা সদর ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দিনে ও দিনগত রাত এই অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার ৯ (সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম অস্ত্রটি রাজাপুর ক্যালিকো মিল সংলগ্ন এলাকা, দ্বিতীয় অস্ত্রটি আটঘরিয়া আর তৃতীয় অস্ত্রটি পুষ্পপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানের নির্দেশে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদর থানাধীন রাজাপুর ক্যালিকো মেইন গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে পুলিশের এসআই (নিরস্ত্র) বেনু রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটঘরিয়ার একদন্ত বাড়ইপাড়ার মডার্ন কেজি স্কুলের পেছনে অভিযান পরিচলনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি চায়না রাইফেল সদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। ওই দিনগত রাতে সদর থানার পুষ্পপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়ার লিচু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।