'নতুন বাংলাদেশে তারেক রহমানের ভেতর জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পেয়েছি'
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী কাজীরহাট ডিগ্রী কলেজের নব গঠিত গভর্নিং বডির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাবেক সভাপতি সাইদুর রহমান।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কলেজটি নব গঠিত গভনিং বডির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, 'আমাদের সৌভাগ্য যে, আমরা নতুন বাংলাদেশে তারেক রহমানের ভেতর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পেয়েছি।'
কলেজ অধ্যক্ষ এস এম শহিদুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের নব গঠিত গভর্নিং বডির সভাপতি ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাইদুর রহমান। সাইদুর রহমান বলেন, 'আজ আমরা মুক্ত। আজকের এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা না বললে নয়, সেই ফ্যাসিবাদ অপশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে বিরামহীন পরিশ্রম করে গেছেন তিনি। সূদুর লন্ডন থেকে তাঁর অক্লান্ত পরিশ্রমে এবারের আন্দোলন সফলতা পেয়েছে।'
সাইদুর রহমান বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের পাশে থেকে সারাক্ষণ নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বলেছিলেন, হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। ১৯ জুলাইয়ের পর পুরো সরকারবিরোধী আন্দোলন টেনে নিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা। গত আড়াই মাসে তাঁর প্রতিটি বক্তব্য পর্যবেক্ষণ করে দেখবেন কত পরিচ্ছন্ন, স্বচ্ছ ধারার রাজনীতির কথা বলে চলেছেন তিনি।' তিনি বলেন, '২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি আর আজকের বিএনপির পার্থক্য যোজন যোজন। দেশের মঙ্গলের জন্য বিএনপি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। আশা করব, আপনাদের চিন্তা-চেতনায়ও পার্থক্য দেখা যাবে। আমরা সবাই মিলে সুন্দর এক বাংলাদেশ গড়তে চাই। এ দেশে আওয়ামী লীগের মতো আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। আপনারা জনগণের কাছে যান, জনগণের পাশে থাকুন। জনগণের হয়ে থাকুন। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় বা অবিচার করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।’
সাইদুর রহমান বলেন, ‘এই কলেজের প্রতিটি শিক্ষার্থীসহ সবাইকে বলব, আপনারা বিএনপির ৩১ দফা পড়ুন, বিএনপির ১৯ দফা সম্পর্কে জানুন। তাহলে আগামীর বাংলাদেশের স্বচ্ছ ধারণা পাবেন। তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে জানুন। বিএনপি আগামীর বাংলাদেশ কেমন চায়, তার স্বচ্ছ ধারণা পাবেন।' তিনি বলেন, 'কলেজের পূর্বের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। এজন্য কলেজ অধ্যক্ষসহ সব শিক্ষকদের আন্তরিক হবে হবে। কলেজের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। বিশেষ করে শিক্ষকদের আন্তরিকতা ছাড়া কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। এ প্রতিষ্ঠান আমাদের প্রিয় প্রতিষ্ঠান।'
কলেজের স্বচ্ছতা ফিরিয়ে আনতে কয়েকটি কমিটি করারও প্রস্তাব দেন সাইদুর রহমান। তিনি জানান, অর্থ কমিটি, একাডেমিক কমিটি, অডিট কমিটি, ক্রয়-বিক্রয় কমিটি, শৃঙখলা কমিটির মাধ্যমে আইন ও নিয়ম অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করতে চান।
এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে সাইদুর রহমানকে বিএনপির নেতৃত্ববিন্দের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের নব গঠিত কমিটির সদস্য শিক্ষক আজিজুর রহমান, হিতৈষী আব্দুল্লাহ ও শিক্ষক প্রতিনিধি আব্দুল কাদের।
এদিকে বৃহস্পতিবার রাতে নিবন্ধিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ ও কলারোয়া নিউজের পক্ষা থেকে সাইদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলারোয়া প্রেসক্লাব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ার নিউজের সম্পাদক আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ বলেন, 'সাইদুর রহমান একজন কলম যোদ্ধা। তিনি কয়েকবার ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোসানালে পড়েন। তাঁকে নানাভাবে হেনস্তা করা হয়। তাঁর বাসায় হামলা করা হয়। আওয়ামী সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনও সাইদুর রহমানকে নানাভাবে হেনস্তা করে। তারপরও থেমে থাকেননি তিনি।'