কোটালীপাড়ায় পুকুরে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতনামা নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃণাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত এই লাশটি পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।