অক্টোবরে কান চলচ্চিত্র উৎসব, আয়োজন তিন দিনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/29/cannes-film-festival.jpg)
পৃথিবীর অন্যতম প্রভাবশালী ৭৩তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ মে থেকে ২৩ মে। তবে করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো উৎসবটি স্থগিত করা হয়েছে।
তবে আশার কথা হচ্ছে, চলচ্চিত্র উৎসবটির দীর্ঘ আয়োজন এ বছর বাতিল হলেও তিন দিনের ইভেন্টের মাধ্যমে ২০২০ সালের অফিশিয়াল সিলেকশনকে সম্মান দেওয়ার পরিকল্পনা করছেন আয়োজকেরা।
মার্কিন সাময়িকী ভ্যারাইটির খবর, তিন দিনের আয়োজনটি পালে দে ফেস্তিভাল ভবনে শুরু হবে আগামী ২৭ অক্টোবর আর চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। আয়োজনে সাধারণ দর্শক উপভোগ করতে পারবেন অফিশিয়াল সিলেকশনের চারটি সিনেমা। এর বাইরে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানের পালে দে ফেস্তিভাল ভবনে প্রতি বছর সাধারণত মে মাসে হয় কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবের জন্যই এ ভবন নির্মাণ করা হয়েছে। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এ উৎসব হয়। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়।