অনন্তের ‘দিন : দ্য ডে’ : ঈদে মুক্তি, বাজেট ১০০ কোটি টাকার বেশি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/28/annata_jail.jpg)
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’—নিজের জনপ্রিয় এই সংলাপকে যেন সত্যি করে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। জানিয়েছেন, তাঁর আসন্ন ‘দিন : দ্য ডে’ সিনেমার বাজেট ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকার বেশি। মুক্তির নির্ধারিত দিনক্ষণ আগামী পবিত্র ঈদুল আজহায়। পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
গতকাল সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘নেত্রী : দ্য লিডার’ ও ‘দিন : দ্য ডে’ সিনেমার অভিনেতাদের পরিচয়পর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান অনন্ত জলিল।
তবে গতকালের আয়োজনে আমন্ত্রিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে দায়িত্বরত এক কর্মী অশোভন আচরণ করেন। এই ঘটনায় অনন্ত জলিল নিজে দুঃখ প্রকাশ করেছেন। যদিও নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ না হওয়া আর ওই ঘটনার জন্য সংবাদ সম্মেলন বয়কটের মতো ঘটনাও ঘটে আয়োজনে।
এদিকে, সিনেমাটির ১০০ কোটি টাকার বেশি বাজেট প্রসঙ্গে অনন্ত জলিলের এক মুখপাত্র এনটিভি অনলাইনকে ব্যাখা করে জানিয়েছেন, সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত, সে কারণে বাজেটের অঙ্ক বড়। তবে অনন্ত জলিল শুধু বাংলাদেশ অংশের শুটিং আর অন্য ব্যয়ভার বহন করছেন।
আয়োজনে ‘দিন : দ্য ডে’ সিনেমার কলাকুশলীদের পাশাপাশি হাজির হয়েছিলেন ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় অভিনয় করতে যাওয়া তিন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/28/annata_jail_2.jpg)
তুরস্কের অভিনয়শিল্পীদের মধ্যে সিনেমাটিতে অভিনয় করছেন এরতুগ্রুল সাকারসহ বেশ কয়েক জন শিল্পী। বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎকে নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হয়েছে নতুন সিনেমার চিত্রায়ণ। এরপর ভারতের বেশ কয়েকটি এলাকায় এর দৃশ্যধারণ হবে। থাকবে তুরস্কের বিভিন্ন লোকেশনও।