অস্কারজয়ী লেডি গাগার ষষ্ঠ অ্যালবাম মুক্তি পাচ্ছে ২৯ মে
মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও অভিনয়শিল্পী লেডি গাগার বহুল প্রতীক্ষিত ষষ্ঠ অ্যালবাম ‘ক্রোমেটিকা’ মুক্তি পাচ্ছে ২৯ মে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়েছেন গাগা নিজেই। আগেই মুক্তি পেত অ্যালবামটি, তবে করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছেন লেডি গাগা। নিজের একটি ছবি প্রকাশ করে গাগা লিখেছেন, ‘যাত্রা অব্যাহত। ২৯ মে আপনি আনুষ্ঠানিকভাবে ক্রোমেটিকার সঙ্গে যোগ দিতে পারেন।’ ছবিতে গাগাকে বিরানভূমিতে আধুনিক যোদ্ধার বেশে দেখা যাচ্ছে।
গত ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অ্যালবামটি। তবে কোভিড-১৯ মহামারির কারণে নির্ধারিত তারিখ পিছিয়ে দেন অস্কারজয়ী এ তারকা। এতে ১৬টি গান রয়েছে।
‘ক্রোমেটিকা’য় লেডি গাগার সঙ্গে কাজ করেছেন বর্ষীয়ান সংগীত তারকা এলটন জন, কণ্ঠশিল্পী আরিয়ানা গ্রান্ডে এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ দল ব্ল্যাকপিঙ্ক। ‘রেইন অন মি’ গানে গাগার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরিয়ানা গ্রান্ডে, দীর্ঘদিনের বন্ধু এলটন জনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘সিন ফ্রম এভোব’ গানে। আর ‘সাউয়ার ক্যান্ডি’ গানে গাগার সঙ্গে যোগ দিয়েছে ব্ল্যাকপিঙ্ক।
‘ক্রোমেটিকা’ লেডি গাগার ষষ্ঠ অ্যালবাম। ২০১৯ সালে ‘এ স্টার ইজ বর্ন’ ছবির জন্য প্রথম অস্কার পান গাগা। অ্যালবামের প্রথম গান ‘স্টুপিড লাভ’ গত ফেব্রুয়ারিতে মুক্তি দেন গাগা।