আমার কোমরের মাপ যা-ই হোক, লোকে মোটা বলে : সোনাক্ষি
বাড়তি কিংবা কম ওজন—উভয় নিয়েই বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। সাধারণের পাশাপাশি সেই তালিকায় আছেন অনেক বিখ্যাত ব্যক্তিও। আর ভারতের বিনোদন জগতে ওজন নিয়ে বিদ্রুপের শিকার হওয়াদের তালিকায় বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহার নাম থাকে আগেভাগেই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ৩০ কেজি ওজন কমিয়েও কটাক্ষ এড়াতে পারছেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানা যায়, ওজন নিয়ে কটুকথা শুনতে বরাবরই বিরক্ত হন সোনাক্ষি। এই ব্যাপারে সম্প্রতি তিনি বলেন, ‘আমার কোমরের মাপ যা-ই হোক না কেন, আমাকে সব সময়ই মোটা বলা হয়। এটি সত্যিই খুব দুঃখজনক। বিশেষত যেখানে একসময় সত্যিই আমার ওজন অনেক বেশি ছিল ও বলিউডে অভিষেকের আগে আমি বাড়তি ওজন ঝরিয়েছি। ’
৩০ কেজি ওজন কমানোকে বড় অর্জন উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘এর পরেও লোকে যখন বলে যে অভিনেত্রী হিসেবে আমি বেশ মোটা, তা আমাকে আঘাত করে। হ্যাঁ, আমি আগে মোটা ছিলাম, কিন্তু রুপালি পর্দায় আসার আগে আমি অতিরিক্ত ওজন ঝরিয়েছি।’
সোনাক্ষি আরো বলেন, ‘ওজনের সঙ্গে মেধার কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই তোমার মেধা থাকতে হবে!’
সোনাক্ষিকে সর্বশেষ বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে ‘দাবাং থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। প্রভুদেবা পরিচালিত এই ছবি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন কিচ্ছা সুদীপ। এরই মধ্যে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে ছবিটি।
তবে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল আন্দোলন ছবিটির আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। ‘দাবাং’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।