আর ভিলেনের অভিনয় করব না : সোনু
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। আটকেপড়া অভিবাসী, বন্যাদুর্গত মানুষ, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। এ ছাড়া নানাভাবে মানুষকে সহায়তা করছেন তিনি। সিনেমার ‘ভিলেন’ সোনু ভারতবাসীর কাছে হয়ে উঠেছেন ‘রিয়েল লাইফ হিরো’।
গত সপ্তাহের খবর, দরিদ্রদের সাহায্যার্থে নিজের সম্পত্তি বন্ধক দিয়ে ১০ কোটি রুপি ঋণ নিয়েছেন সোনু সুদ। কদিন আগে ‘ফিফটি এশিয়ান সেলিব্রেটিস ইন দ্য ওয়ার্ল্ড’-এর তালিকায় উঠে আসে সোনুর নাম। যা হোক, এবার এ অভিনেতা নিজের ক্যারিয়ার নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের একটি প্রতিনিধিত্বশীল বিনোদনভিত্তিক পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেছেন, তিনি আর সিনেমায় ভিলেনের রোল করবেন না। স্পটবয়ের বরাতে সেই খবর জানিয়েছে ফিল্মিবিট ডটকম।
স্পটবয়কে সোনু সুদ বলেন, ‘গত এক বছরে আমার জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে এবং তার সবই ইতিবাচক। একজন অভিনেতা হিসেবে আমার ক্যারিয়ারের দিক থেকে আর খলনায়কের ভূমিকা নেই।’
সোনু আরো বলেন, ‘এখন থেকে আমি ইতিবাচক ভূমিকায় অভিনয় করব এবং শুধু লেখক-সমর্থিত ভূমিকা। আমি ভালো ভূমিকায় অভিনয়ের অনেক প্রস্তাব পাচ্ছি। বছরে কমপক্ষে দুটি সিনেমা করতে আমার সময় বের করা দরকার।’
চলতি বছরের শুরুর দিকে ভারতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান অতুল খত্রি ও সোনু সুদ এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। এক টুইটে অতুল লিখেছিলেন, ‘আমি মনে করি, সোনু সুদ আর কখনো সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করতে পারবেন না। দর্শক আর ঠিকভাবে এটা গ্রহণ করবে না।’ তখন উত্তরে সোনু বলেছিলেন, ‘নতুন ইনিংস খেলার এখনই সময়, ভাই।’
দুই দশকের ক্যারিয়ারে সোনু সুদ নিজেকে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে অন্যতম জনপ্রিয় খলনায়কে পরিণত করেছেন। দর্শক কি তবে সোনুর ভিলেন চরিত্র মিস করবেন?