প্রধানমন্ত্রী হতে চাই না, সাধারণ মানুষ হয়ে ভালো আছি : সোনু
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। আটকেপড়া অভিবাসী, বন্যাদুর্গত মানুষ, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। গত বছরের মতো এবারও মানুষকে সহায়তা করছেন তিনি। ভারতবাসীর কাছে সোনু হয়ে উঠেছেন ‘রিয়েল লাইফ হিরো’।
পর্দার ভিলেন বাস্তব জীবনে সত্যিকারের নায়ক। বলিউড অভিনেতা সোনু সুদ তার সবচেয়ে বড় প্রমাণ। ভারতের অগণিত মানুষ তাকিয়ে রয়েছেন সোনু সুদের দিকে। কোভিডের প্রথম তরঙ্গের মতো দ্বিতীয় তরঙ্গেও একইভাবে মানুষের প্রাণ বাঁচানোর অক্লান্ত চেষ্টা তাঁর। দেশের অক্সিজেনের ঘাটতি মেটাতে সম্প্রতি ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্ল্যান্ট আনার ঘোষণা দিয়েছেন অভিনেতা। সোনুর প্রশংসায় পঞ্চমুখ ভারতবাসী।
সম্প্রতি রাখি সায়ন্ত নতুন প্রস্তাব রাখেন সোনু সুদের সামনে। ইচ্ছে প্রকাশ করেন, প্রধানমন্ত্রী হিসেবে সোনু সুদ অথবা সালমান খানকে দেখতে চান।
রাখির সেই প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু সুদ। সামাজিক পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সোনুর বাড়ির নিচে সাংবাদিকদের ভিড়। সবাইকে ঠাণ্ডা শরবত দিচ্ছেন তিনি। এ সময় তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন রাখা হয়। যার মধ্যে অন্যতম ছিল, তিনি কি আদৌ প্রধানমন্ত্রী হতে চান?
সোনুর সাফ জবাব, ‘সাধারণ মানুষ হয়েই ভালো আছি। প্রধানমন্ত্রী হতে চাই না। আমাদের ভাইয়েরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওটা আমার কাজ নয়।’
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। দ্বিতীয় দফায় মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন দরিদ্র মানুষ। মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউডের অনেক তারকা। গত বছরের মতো এবারও সহযোগিতার হাত প্রশস্ত করেছেন রিলের খলনায়ক সোনু সুদ।