আসছে ‘এক্সট্রাকশন টু’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/05/extraction.jpg)
এরই মধ্যে বিশ্বব্যাপী ঝড় তুলেছে খ্যাতনামা অভিনেতা ক্রিস হেমসওর্থ অভিনীত ‘এক্সট্রাকশন’ ছবিটি। নেটফ্লিক্সের এই সিনেমাটির সিক্যুয়েলের জন্য দাবি উঠেছিল সর্বমহল থেকে। আর এবার তাঁদের জন্য এসেছে সুখবর। ছবিটির চিত্রনাট্যকার জো রুশোর ‘এক্সট্রাকশন’-এর পরবর্তী পর্বের জন্য চিত্রনাট্য লেখার বিষয়টি নিশ্চিত করেছেন। স্যাম হারগ্রেভের পরিচালনায় এতে ক্রিস হেমসওর্থ অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রুশো। “এক্সট্রাকশন টু’ লেখার ক্ষেত্রে আমার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। গল্পটি কেমন হতে পারে, সে বিষয়ে আমরা গঠনমুলক পর্যায়ে আছি,” বলেন রুশো।
রুশো আরো বলেন, ‘সময়ের দিক দিয়ে গল্পটি সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে, এ ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্তে আসিনি।’ ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এ ছাড়া রুশো জানান, চিত্রনাট্যের শুরুতেই তিনি হেমসওর্থকে রাখবেন। হেমসওর্থ সম্প্রতি ‘এক্সট্রাকশন’-এর পরবর্তী পর্বে যেকোনো উপায়ে অভিনয়ের ব্যাপারে নিজের রোমাঞ্চকর আগ্রহের কথা জানিয়েছেন।
মুক্তির চার সপ্তাহে বিশ্বব্যাপী নয় কোটি দর্শক দেখেছেন ছবিটি। কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পরিসংখ্যান জানানো হয়েছে। এর মাধ্যমে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক টানার রেকর্ড গড়ার পথে রয়েছে ছবিটি।
‘এক্সট্রাকশন’ প্রযোজনা করেছেন জো ও অ্যান্থনি রুশো। তাঁরাও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্টের মাধ্যমে ‘এক্সট্রাকশন’ টিমকে অভিনন্দন জানিয়েছেন।
‘এক্সট্রাকশন’ পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। এতে অভিনয় করেছেন টেইলর রাকের ভূমিকায় ক্রিস হেমসওর্থ, রুদ্রাক্ষ জয়সালের ভূমিকায় অভি, ডেভিড হার্বার, পঙ্কজ ত্রিপাঠি, রণদীপ হুদা, মার্ক ডোনাটো, ফে মাস্টারসন, ডেরেক লুক প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ সিনেমার পরিচালক জো ও অ্যান্থনি রুশো।
২০১৮ সালের নভেম্বরে কাজ শুরু হয় ছবিটির। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রডাকশনের কার্যক্রম শেষ হয়। গত ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় ব্যয়বহুল ও আলোচিত ছবিটি। মুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি।