এজেএফবি অ্যাওয়ার্ড পেলেন প্রযোজক কাজী রিটন
মিডিয়ায় বিশেষ অবদান রাখায় আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন প্রযোজক কাজী রিটন।
সম্প্রতি ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রধান মিলনায়তনে জাঁক-জমক পূর্ণ আয়োজনে ‘আশাবলি’ নাটকের জন্য সেরা প্রযোজক হিসাবে কাজী রিটন কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তিতে কাজী রিটন জানিয়েছেন, ‘সেরা প্রযোজক পদক পেয়ে খুবই ভালো লেগেছে। এজেএফবি স্টার অ্যাওয়ার্ড অনেক মূল্যবান একটি অ্যাওয়ার্ড। সবচেয়ে বড় কথা কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। উৎসাহ বৃদ্ধি পায়। কাজের প্রতি টান বাড়ে।’
কাজী রিটন দেশের বাইরেও সিনেমা প্রযোজনা করছেন। প্রযোজনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রযোজনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি নাট্যযুদ্ধ এর সম্মানিত জুরি বোর্ডের মেম্বার ছিলেন। এছাড়াও ২০২১ সালে অনুষ্ঠিত কিডস ট্যালেন্ট হান্টেরও বিচারক ছিলেন।