এনটিভির ‘অনন্য প্রতিভা’র অডিশনে উপচেপড়া ভিড়
রাজধানী উত্তরা এলাকার বাসিন্দা মুহাম্মাদ নুরুল ইসলাম গুড্ডু। বয়স ৪১। স্বরচিত গান ও কবিতা নিয়ে তাঁর আগ্রহ। তাই তো নিজের সেই প্রতিভা দেখাতে সকাল ৯টায় ছুটে এসেছেন মহাখালী কমিউনিটি সেন্টারে।
কারণ, আজ রোববার সকাল ৯টায় দুই দিনব্যাপী অডিশন শুরু হয়েছে জিপিএইচ গ্রুপের উদ্যোগে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’র।
দুপুর ১টা বেজে ৪৫ মিনিট। মুহাম্মাদ নুরুল ইসলাম গুড্ডু তখনও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এনটিভি অনলাইনকে বললেন, ‘এনটিভিতে এই আয়োজনের ব্যাপারে জানতে পারি। রেজিস্ট্রেশন আগেই করা ছিল, সকাল-সকাল এসেও দেখছি দীর্ঘ লাইন। প্রায় দুই হাজারের বেশি প্রতিযোগী আজ অডিশন দিতে এসেছে। সকালে এসেও এখনও বাইরে অপেক্ষায়, জানি না কখন ভেতরে যেতে পারব।’
এদিকে, ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে মিরপুর থেকে এসেছেন সাজিয়া ঊর্মি। বাইরে বিশ্রাম নিতে থাকা ঊর্মি বললেন, ‘মেয়ে অনলাইনে দেখে জানাল, তাই নিয়ে এসেছি। সে ভালো গান করে, এখানে এসেই রেজিস্ট্রেশন করেছি। মেয়ে ভেতরে ঢুকে গেছে, আমি বাইরে অপেক্ষা করছি। মূল প্রতিযোগিতায় মেয়ে সুযোগ পাবে, সেই দোয়া করছি।’
আজিমপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফাহিম আহমেদ গিটার হাতে লাইনে দাঁড়িয়েছেন সকাল ১০টার দিকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সবাই বিরক্ত, তাই সবার জন্য তিনি গান ধরেছেন, ‘কাজলের চেয়ে ভালো’... আর তাঁর এই গানের সঙ্গে গলা মেলাচ্ছেন আরও অনেকে।
জানা গেছে, মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নাট্যপরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন এবং সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হৃদয় খান। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
আজকের অডিশন-পর্ব নিয়ে অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকা ওয়াহিদুল ইসলাম শুভ্রর বক্তব্য, ‘দেশজুড়ে অডিশন-পর্ব শেষ করে আজ ঢাকায় শুরু করলাম। এখানে দুই দিনব্যাপী অডিশন চলবে। কিন্তু প্রথম দিনেই প্রায় দুই হাজারের বেশি প্রতিযোগী অডিশন দিতে চলে এসেছে। সে কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। মানুষের এত সাড়া পেয়ে আমরা যেমন উচ্ছ্বসিত, তেমনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাঁরা কষ্ট পাচ্ছেন, তাঁদের জন্য ব্যথিত।’
জানা গেছে, এই রিয়েলিটি শোতে বয়সের কোনো ব্যাপার নেই। নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, অ্যাক্রোব্যাট, চিত্রশিল্প, র্যাপ ইত্যাদি যেকোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন প্রতিযোগীরা।