এনটিভির ‘অনন্য প্রতিভা’র গ্র্যান্ড ফিনালে শনিবার
জিপিএইচ গ্রুপের উদ্যোগে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’। আয়োজনটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই (শনিবার) রাত ৯টায় এনটিভির পর্দায়।
দেশব্যাপী ২৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন মাল্টি-ট্যালেন্ট হান্ট এই রিয়েলিটি শোতে। এর মধ্য থেকে ৫ হাজার জন সুযোগ পান টেলিভিশন রাউন্ডে। সেখান থেকে ১৮ জন চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে আছেন, যাঁদের নিয়ে বসবে গ্র্যান্ড ফিনালের আসর। চূড়ান্ত পর্বে অতিথি বিচারক হিসেবে যোগ দেবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
প্রায় দুই মাসব্যাপী চলমান এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যপরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন এবং সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হৃদয় খান। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
গ্র্যান্ড ফিনালে পর্ব প্রসঙ্গে ওয়াহিদুল ইসলাম শুভ্র জানিয়েছেন, ‘এনটিভি সব সময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করে। এত দিন আমরা একটি নির্দিষ্ট বিষয়ে রিয়েলিটি শো করেছি। এবারই প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো করলাম, যেটা বাংলাদেশে প্রথম। আমাদের এই শোয়ের বিশেষত্ব হচ্ছে যেকোনও বয়সের প্রতিযোগী তাঁর যেকোনও ধরনের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আমাদের এই শোয়ে আট বছরের প্রতিযোগী আছে, তেমনই ৬০ বছরের বেশি বয়সী প্রতিযোগীও অংশগ্রহণ করেছেন। আশা করছি, চূড়ান্ত পর্বে বাংলাদেশের দর্শক দারুণ কিছু প্রতিভার সন্ধান পাবেন।’
এনটিভিতে ১২টির অধিক রিয়েলিটি শো পরিচালনা করা ওয়াহিদুল ইসলাম শুভ্র আরও জানিয়েছেন, ‘আমরা আয়োজনটির টেলিভিশন পর্ব কয়েকটি ভাগে ভাগ করেছিলাম। যেখানে ছিল অডিশন রাউন্ড, সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল রাউন্ড এবং সবশেষ চূড়ান্ত পর্ব।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্র্যান্ড ফিনালের পরে পুরস্কার-বিজয়ীদের নিয়ে আরও একটি পর্ব অনুষ্ঠিত হবে। যেটির তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। তখনই জানা যাবে বিজয়ী কারা হচ্ছেন এবং কী পুরস্কার পাবেন।
‘অনন্য প্রতিভা’র টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড।