এনটিভিতে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’
জিপিএইচ গ্রুপের উদ্যোগে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড।
মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নাট্যপরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন এবং সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হৃদয় খান। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/01/12/show-3.jpg 687w)
আজ রাজধানীর ফার্মগেটের ডেইলি স্টার সেন্টারের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এই রিয়েলিটি শোর প্রধান লক্ষ্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অপ্রকাশিত বিরল প্রতিভাকে খুঁজে বের করে তাঁদের একটি প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে তাঁরা তাঁদের প্রতিভাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন। এই রিয়েলিটি শোতে বয়সের কোনো ব্যাপার থাকবে না। যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, অ্যাক্রোব্যাট, চিত্রশিল্প, র্যাপ ইত্যাদি যেকোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন প্রতিযোগীরা।
আয়োজনে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক মো. আব্দুল আহাদ, নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) শোভন শাহাবউদ্দিন (রাজ), হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনেকশন ফজলে রাব্বী। অনুষ্ঠানটিতে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যপরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/01/12/show-5.jpg 687w)
আয়োজনটি প্রসঙ্গে এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা জানেন, এনটিভি এর আগেও অনেক রিয়েলিটি শো করেছে, এবার আমরা যেটা শুরু করতে যাচ্ছি, সেটি অনন্য প্রতিভা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অপ্রকাশিত যে প্রতিভা আছে, সেগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং একটি যথাযথ পর্যায়ে নিয়ে এসে তাঁদের প্রতিভাকে আমরা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এ উদ্দেশ্যেই জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় অনুষ্ঠানটি করা। আপনারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/01/12/show-2.jpg 687w)
মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোটিতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে অনুষ্ঠান শুরুর আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত ঢাকাসহ বাংলাদেশের সব বিভাগীয় শহরে অডিশন রাউন্ড হবে। রেজিস্ট্রেশনকারীগণ তাঁদের নিজ নিজ বিভাগীয় শহরে অডিশন রাউন্ডে উত্তীর্ণ হয়ে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/01/12/show-4.jpg 687w)
‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’ মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোতে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন : https://www.ntvbd.com/gph-ispat-ononno-protiva