করোনায় আক্রান্ত নন মারুফের স্ত্রী, ফিরেছেন বাসায়
গত ২৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে আইসোলেশনে ছিলেন চিত্রনায়ক কাজী মারুফের স্ত্রী। তাঁর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। সম্পূর্ণ সুস্থ হয়ে গতকাল সন্ধ্যায় তিনি বাসায় ফিরেছেন। মারুফ তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
এ বিষয়ে নায়ক কাজী মারুফের ফুফাত ভাই প্রযোজক-পরিচালক বিপ্লব শরিফ এনটিভি অনলাইনকে বলেন, ‘মারুফ তার স্ত্রীকে নিয়ে গতকাল সন্ধ্যায় বাসায় ফিরেছে। তারা সবাই ভালো আছে। মারুফের স্ত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। পুরো পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মারুফ।’
এর আগে হঠাৎ করেই গত ২৮ মার্চ খবর রটে, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ ও তাঁর স্ত্রী রাইসা করোনাভাইরাসে আক্রান্ত। তবে ২৯ মার্চ এনটিভি অনলাইনের কাছে এ খবর উড়িয়ে দেন মারুফের বাবা, বিশিষ্ট নির্মাতা কাজী হায়াৎ।
গত ২৯ মার্চ, রোববার সকালে এনটিভি অনলাইনকে কাজী হায়াৎ বলেন, ‘আমি আসলে ভুল শুনেছিলাম। আমার ছেলে সম্পূর্ণ সুস্থ আছে এবং ছেলের বউ জ্বরের কারণে আইসোলেশনে আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’
কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ‘ইতিহাস’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। অ্যাকশনধর্মী সিনেমার জন্য তিনি পরিচিতি লাভ করেন। প্রথম সিনেমায় অভিনয় করেই তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।