করোনায় পেছাল ‘অ্যাভাটার টু’সহ বহু ছবির মুক্তির তারিখ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/26/avatar_0.jpg)
করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পায়নি বিশ্বের চলচ্চিত্র অঙ্গনও। অন্যান্য শিল্পের মতো এই শিল্পেও করোনা হানা দিয়েছে বেশ ভালোভাবেই। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে খ্যাতনামা প্রতিষ্ঠান ডিজনি তাদের বড় বাজেটের ছবি ‘মুলান’-এর মুক্তির দিনক্ষণ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে। এরই মধ্যে ‘স্টার ওয়্যারস’ ও ‘অ্যাভাটার’-এর পরবর্তী কিস্তি এক বছরের জন্য পিছিয়েছে।
ভারতের এনডিটিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, এ নিয়ে অ্যাকশনভিত্তিক ছবি ‘মুলান’ দুই দফায় পেছাল। এর আগে এর মুক্তির দিনক্ষণ পিছিয়ে ২১ আগস্ট করা হয়েছিল। ‘স্টার ওয়্যারস’ ও অ্যাভাটার’ সিরিজের পরবর্তী কিস্তিও এক বছর পেছানোর ঘোষণা দিয়েছে ডিজনি।
‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ২০২১ সালের বদলে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। অন্যদিকে ‘স্টার ওয়্যারস’-এর দশম পর্ব ২০২২ সালের পরিবর্তে মুক্তি পাবে ২০২৩ সালের ডিসেম্বরে। ‘অ্যাভাটার’-এর পরের সিক্যুয়েলগুলো পর্যায়ক্রমে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে মুক্তি পাবে। অন্যদিকে ‘স্টার ওয়্যারস’-এর পরের পর্বগুলো যথাক্রমে মুক্তি পাবে ২০২৫ ও ২০২৭ সালে।
‘অ্যাভাটার’ পরিচালক, চিত্রনাট্যকার ও সহপ্রযোজক জেমস ক্যামেরন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ডে সরাসরি অ্যাকশন দৃশ্য ধারণ করতে দেরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসে আবার কাজ শুরু করতে।
এ বছরের এপ্রিলের শুরুতে ডিজনি হলিউড তারকা স্কারলেট জনসন অভিনীত ‘ব্ল্যাক উইডো’সহ এক ডজন মার্ভেল চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়।