করোনা প্রতিরোধে ৪২ কোটি টাকা দিলেন রিহান্না
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গোটা বিশ্ব বিপর্যস্ত। এ থেকে পরিত্রাণের উপায় খুঁজছে সবাই। সেইসঙ্গে অর্থনৈতিক মন্দার মুখোমুখি আক্রান্ত দেশগুলো। আর এমন ক্রান্তিকালে মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন বিশ্বখ্যাত মার্কিন পপতারকা রিহান্না।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁর পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্য ক্লারা লিওনেল ফাউন্ডেশন’-এর মাধ্যমে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে ৪২ কোটি টাকা) দান করেছেন তিনি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করারও ঘোষণা দিয়েছে রিহান্না পরিচালিত ওই প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ওয়েবসাইটের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
দানকৃত ওই অর্থ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যয় করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার অনুষঙ্গ, আইসিইউ রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের কাজেও ওই অর্থ ব্যয় করা হবে।
‘আপনি কোথাকার নাগরিক, সেটি কোনো বিষয় নয়। এই দুর্যোগ আমাদের সবার ওপর প্রভাব ফেলবে। বিশ্বকেও এটি হুমকির মুখে দাঁড় করিয়েছে। সম্ভবত আরো খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের সামনে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এখন আমাদের প্রধান দায়িত্ব’ জানানো হয় দাতব্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫০ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন লাখ ৪৩ হাজার ৫৬৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৬৩০ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।