ক্রিকেট ড্রামা ‘৮৩’ মুক্তি পাচ্ছে ৪ জুন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত বলিউডের বহুল প্রতীক্ষিত ক্রিকেট ড্রামা ‘৮৩’ মুক্তি পাচ্ছে এ বছরের ৪ জুন। এ সিনেমায় রণবীর অভিনয় করেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার কপিল দেবের ভূমিকায়।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন রণবীর সিং নিজেই। সেইসঙ্গে একটি পোস্টারও যুক্ত করেছেন। ক্যাপশনে জানিয়েছেন, ২০২১ সালের ৪ জুন মুক্তি পাচ্ছে ‘৮৩’। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় এ সিনেমা মুক্তি পাবে।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, তারকাবহুল এ সিনেমার বাজেট বেশ বড় অঙ্কের। ২০২০ সালের এপ্রিলে এ সিনেমা মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহ চালু হলে প্রেক্ষাগৃহ মালিক থেকে ভক্তরা অপেক্ষায় থাকে মুক্তির তারিখ ঘোষণার। অবশেষে সে ঘোষণা এলো।
১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে এ সিনেমা নির্মিত। অধিনায়ক ছিলেন কপিল দেব। কবির খান পরিচালিত এ সিনেমায় কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এতে আরও রয়েছেন সাকিব সেলিম, হার্ডি সাঁধু, তাহির রাজ ভাসিন, জিবা, এমি ভির্ক, পঙ্কজ ত্রিপাঠি ও যতীন শর্মা।