কয়লা শ্রমিক শাকিব খান!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/12/shakib.jpg)
হাতে খননযন্ত্র। সেই যন্ত্রে লেগে আছে তাজা রক্ত। মুখেও রক্তের দাগ। তাকিয়ে আছেন রাগান্বিত-প্রতিবাদী ভঙ্গিতে। নতুন ছবির প্রথম ঝলকে ময়লা জামাকাপড় পরা কয়লা শ্রমিকের বেশে হাজির হলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।
সিনেমার জন্য তিন মাস চুল-দাড়ি-গোঁফ কাটেননি জনপ্রিয় নায়ক শাকিব খান। সেসব খবর ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে। এই সিনেমায় তাঁকে নতুন লুক দিতে চেয়েছিলেন পরিচালক। ফার্স্ট লুক প্রকাশের পর বলা যায়, নির্মাতা সফল। শাকিবের লুক দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।
‘বীর’ ছবিতে লম্বা চুল, দাড়ি-গোঁফ ছাড়াও ফ্রেশ লুকে শাকিবকে দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।
সম্প্রতি নারায়ণগঞ্জে শেষ হয়েছে এই পর্যায়ের শুটিং। আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন পর্যায়ের শুট। একটি অনুষ্ঠান উপলক্ষে শাকিব খান গতকাল ভারতে অবস্থান করেছেন। আজ দুপুরে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, “যে ছেলে কয়লার ডিপোতে কাজ করে, তাকে তো ময়লা কাপড়, উসকোখুসকো চুল-দাড়িতে দেখাতেই হবে। শাকিব খানকে এর আগে সবাই ললিপপ হিরো হিসেবে দেখেছে। আমার ‘বীর’ ছবিতে গল্পের হিরো বানিয়েছি। ললিপপ হিরো হিসেবে তাকে আমি অসম্মান করছি না। কারণ, সেই লুকেই সে দেশের এক নম্বর হিরো হয়েছে। এ ছবিতে দর্শক শাকিবকে দেখবে বেশ কয়েকটি লুকে। এর মধ্যে একটিতে ময়লা কাপড়, চুল-দাড়িতে। আবার সিরিয়াল কিলার চরিত্রে যখন দর্শক দেখবে, তখন ফ্রেশ লুকে হাজির হবে। আমি শাকিব খানকে ধন্যবাদ দিতে চাই, কারণ এ ছবির জন্য অনেক কষ্ট করছে সে, তিন মাস চুল-দাড়ি পর্যন্ত কাটেনি।”
‘বীর’ প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ছবিটি আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। ‘বীর’ তাঁর ৫০তম চলচ্চিত্র।
‘বীর’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।