‘বরবাদ’র ভায়োলেন্সে আপত্তি সার্টিফিকেশন বোর্ডের, প্রতিবাদ শাকিব ভক্তদের

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ‘বরবাদ’ সিনেমার ভায়োলেন্স নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। দেওয়া হয়েছে কিছু সংশোধনী।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’'
একই তথ্য জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, ‘সিনেমাটি কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। সংশোধন করে জমা দিলে আজ মঙ্গলবার সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।’
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে এনটিভি অনলাইন জেনেছে, ‘বরবাদ’ সিনেমা থেকে সবমিলিয়ে ১২ মিনিটের দৃশ্য নিয়ে আপত্তি আছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের।

এদিকে, এই খবরের প্রতিবাদে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে শাকিব খানের কয়েকজন ভক্ত। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বেশকিছু শাকিব ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত তারা জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা বরবাদ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে!
মেহদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।