শিল্পী সমিতির নির্বাচন
গান শুনে বৃদ্ধ শিল্পীর কষ্ট, আবেগে কাঁদলেন রিয়াজ
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক সমিতি সংলগ্ন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেলের নির্ধারিত স্থানে বসে আছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার, সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদসহ অনেকে। তাঁদের ঘিরে বেশ জটলা।
সে সময় ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ শিরোনামের একটি গান বাজিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন তাঁরা। সেই গানের তালে উপস্থিত সবার সঙ্গে নেচেছেন নিপুণ-রিয়াজও।
হঠাৎ দেখা গেল ভিন্ন চিত্র। বৃদ্ধ এক শিল্পীকে জড়িয়ে ধরে কাঁদছেন রিয়াজ আহমেদ। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাঁদের সাথে অন্যায় হয়েছে।’ রিয়াজের এমন বক্তব্যের পর অনেককে সেখানে কাঁদতে দেখা যায়।
এ ঘটনার ব্যাখ্যা দিয়ে পরে উপস্থিত সাংবাদিকদের রিয়াজ আহমেদ বলেছেন, ‘আমরা একটি নির্বাচনি গান করেছি। গানটি যখন বাজছিল, তখন ৭০ বছরের বেশি বয়সি একজন ভোটাধিকার-হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তাঁর সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার একই প্যানেল থেকে নির্বাচন করছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।