ঘরোয়া আয়োজনে বিয়ে করলেন ন্যান্সি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/02/nancy.jpg)
কথা ছিল সেপ্টেম্বরে ধুমধাম করে বিয়ে করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কিন্তু তা আর হলো কই, আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সেরেছেন তিনি।
বিয়ের নির্দিষ্ট তারিখ না বললেও এনটিভি অনলাইনকে ন্যান্সি জানিয়েছেন, বড় ভাইয়ের পরামর্শে তাঁর বাসায় অল্প কিছু মানুষ নিয়ে আগস্টের শেষে বিয়ে হয়েছে। করোনা-পরিস্থিতি ঠিক হলে আয়োজন করা হবে।
ন্যান্সির স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।
চলতি বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি।
নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাঁদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন।