চলচ্চিত্র অঙ্গনকে ‘খারাপ’ বলতে নারাজ তামান্না
চলচ্চিত্র অঙ্গনের ওপর ভারতীয় দর্শক বেশ খুশিই ছিল। চলচ্চিত্র ঘিরে উন্মাদনাও কম ছিল না সে দেশে। তবে এ বছরের ১৪ জুন নিজ বাসভবনে সুশান্ত সিং রাজপুতের মরদেহ পাওয়ার পর থেকে আলোচনা-সমালোচনা শুরু। সামাজিক পাতায় তাঁর মৃত্যু ঘিরে নানা তত্ত্ব ভাসে। আলোচনায় উঠে আসে চলচ্চিত্র অঙ্গনের স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, কাস্টিং কাউচ, মাদককাণ্ডসহ নানা কীর্তিকলাপ। এসব বিতর্কের মধ্যেই অনেক সেলিব্রেটি তাঁদের মত দিয়েছেন এবং দর্শকমনে চলচ্চিত্র অঙ্গনের প্রতি যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, তা নিয়েও কথা বলেছেন।
এবার মুখ খুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে তিনি চলচ্চিত্র অঙ্গনকে ‘খারাপ স্থান’ বলতে নারাজ। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, সম্প্রতি কাস্টিং কাউচ ও মাদক-বিতর্ক নিয়ে একটি শীর্ষ দৈনিকের সঙ্গে কথা বলেছেন তামান্না ভাটিয়া। তিনি বলেন, ‘আমার মতে ফিল্ম ইন্ডাস্ট্রি একটি সহজ লক্ষ্যবস্তু। কাজের সব ক্ষেত্রেই সমস্যা রয়েছে। আমার মনে হয়, অভিনেতারা এর দায় থেকে অনেক দূরে। কারণ, তারা সব সময় জনতার কাছাকাছি থাকে।’
এ ‘বাহুবলি’ অভিনেত্রীর উপলব্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেক মানুষেরই মত প্রকাশের অধিকার রয়েছে।
‘আমাদের সবার মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ আপনার ভাবনা পছন্দ করবে, কেউ অপছন্দ করবে; আপনাকে এটা গ্রহণ করতে হবে। সামাজিক মাধ্যমকে এত গুরুত্ব না দেওয়াই ভালো। এটা একটা টুল। আপনাকে ভালো ও গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে হবে এবং বাকিটা এড়িয়ে যেতে হবে,’ যোগ করেন ভাটিয়া।
তামান্না ভাটিয়া চলচ্চিত্র পরিবারের সদস্য নন। নিজের যোগ্যতায় তিনি এ অঙ্গনে সফল হয়েছেন। আর সে কারণে সামাজিক মাধ্যমে তিনি কোনো ধরনের কটাক্ষের মুখোমুখি হননি, যেমনটা গত ছয় মাস ধরে তারকাদের সন্তানেরা হচ্ছেন।
‘হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রি থেকে আসিনি, আমার কোনো গডফাদার বা অভিভাবক নেই। যা করেছি, সবই নিজের চেষ্টায়। আর দর্শকের কাছ থেকে এ সুযোগ, ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এটা আমি কখনোই প্রত্যাশা করিনি। তো, যদি আপনার দৃঢ় প্রত্যয় থাকে, কঠোর পরিশ্রম ও মেধা থাকে, আপনি টিকে থাকবেন। সুপ্রচেষ্টা ধর্তব্য হয়,’ শেষ করেন তামান্না ভাটিয়া।