চড়কাণ্ডে উইল স্মিথ : ক্ষমা চাই, সীমা অতিক্রম করেছি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/29/will_smith.jpg)
৯৪তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতার চেয়ে উইল স্মিথ আলোচনায় চড়কাণ্ডে। অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে (মুণ্ডিত মাথা নিয়ে) কৌতুক সহ্য করতে না পেরে জনপ্রিয় হলিউড অভিনেতা সপাটে চড় মেরেছিলেন সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রককে।
এমন ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন উইল স্মিথ। শুধু তা-ই নয়, নিজের আচারণকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অমার্জনীয়’ বলেও অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে উইল স্মিথ লিখেছেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, আমি ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’
২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর চুল ঝরে যায় উইল স্মিথের স্ত্রী অভিনেত্রী পিনকেট স্মিথের। স্মিথ আরও লিখেছেন, স্ত্রীকে নিয়ে রসিকতা মেনে নিতে অসুবিধা হয় না তাঁর। কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারেন না তিনি। সে কারণেই মাথা গরম করে ফেলেছিলেন।
বিবৃতিতে উইল স্মিথ আরও যুক্ত করেছেন, ‘সব ধরনের সহিংসতা বিষাক্ত ও ধ্বংসাত্মক। একাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং সারা বিশ্বে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাই। আমি উইলিয়ামের পরিবার এবং রিচার্ডের পরিবারের কাছে ক্ষমা চাই। আমি গভীরভাবে অনুশোচনা করছি, আমার আচরণ আমাদের যে চমৎকার যাত্রা সেখানে দাগ কেটেছে। আমি এটি নিয়ে কাজ করছি।’
উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথকে নিয়ে এবারই প্রথম নয়, আগেও কৌতুক করেছেন ক্রিস রক।
স্থানীয় সময় রোববার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মঞ্চের ওই ঘটনা প্রথম দর্শনে ‘স্ক্রিপ্টেড’ বা আগে থেকে ঠিক করে রাখা কৌতুকের অংশ বলে মনে হলেও পরে বোঝা যায়—পরিস্থিতি গুরুতর। কেননা, চড় মারার পর উইল স্মিথ চিৎকার করে ক্রিস রককে বলেন, ‘আমার স্ত্রীর নাম তোমার ওই বাজে মুখে আনবে না।’
‘কিং রিচার্ড’ চলচ্চিত্রের জন্য ৯৪তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।