জেমস বন্ড সিরিজের ১৯ সিনেমা ফ্রি দেখাচ্ছে ইউটিউব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/james-bond.jpg)
বারকয়েক পিছিয়ে ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম সংস্করণ ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে আগামী বছরের ২ এপ্রিল। এ খবরে যাঁদের মন খারাপ, তাঁদের জন্য আছে সুখবর।
মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসসহ একাধিক গণমাধ্যমের খবর, ডিসেম্বরজুড়ে জেমস বন্ড সিরিজের প্রথম ১৯টি সিনেমা ফ্রি দেখাচ্ছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। তবে এ সুযোগ উপভোগ করতে পারছেন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। ইউটিউবের ‘ফ্রি টু ওয়াচ সেকশন’ বিভাগ থেকে এই সিনেমাগুলো দেখা যাচ্ছে।
মার্কিন গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদন জানিয়েছে, সদ্যপ্রয়াত জেমস বন্ডখ্যাত স্কটিস অভিনেতা স্যার থমাস শন কনারির প্রতি শ্রদ্ধা জানাতে এমন উদ্যোগ নিয়েছে ইউটিউব ও মেট্রো গোল্ডেন মেয়ার।
গত ৩১ অক্টোবর স্যার থমাস শন কনারি ৯০ বছর বয়সে মারা যান। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ডের সিরিজের নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন শন কনারি। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মোট সাতটি বন্ড সিনেমায় অভিনয় করেন শন কনারি। ১৯৮৮ সালে তিনি ‘দ্য আনটাচেবল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি (অস্কার) পুরস্কার লাভ করেন।
এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা স্পাই-অ্যাকশন থ্রিলার ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তাঁর পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।