টেলিফিল্ম থেকে বিজ্ঞাপন, মাঝে শুভ-আদনানের ১২ বছর
জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ তখনও সিনে পর্দায় নাম লেখাননি। আর আদনান আল রাজীবের নামের পাশে তখনও লাগেনি জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতার তকমা। সময়টা ২০০৯ সাল। একসঙ্গে প্রথম বার কাজ করেছিলেন দুজন ‘প্রশ্নবোধক’ টেলিফিল্মে।
ঠিক ১২ বছর পর আবারও আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করলেন আরিফিন শুভ। কাজ করেছেন ভারতের প্রডিজিয়াস প্রোডাকশন হাউজের ব্যানারে হিরো হোন্ডার বিজ্ঞাপনে।
এতদিন পর শুভকে নির্দেশনা দিতে গিয়ে কেমন পার্থক্য পেলেন? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে আদনান আল রাজীরের ভাষ্য, ‘আমরা দুজন আগের চেয়ে পরিপক্ক ও পরিণত হয়েছি—এটাই। এ ছাড়া ও (শুভ) আগের মতো আছে। আগে যেমন কাজের প্রতি খুব সিরিয়াস ছিল, এখনও ঠিক তেমন আছে।’
নির্মাতা আরও জানিয়েছেন, সামাজিক বার্তা এবং সাহসিকতার গল্পে এফডিসিতে দুদিন শুট হয়েছে বিজ্ঞাপনটির। শুভ ছাড়াও এখানে মডেল হয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অদিত। বিজ্ঞাপনটির মিউজিক, সম্পাদনা ও কালার গ্রেডিং ভারতে হচ্ছে। চলতি মাসের শেষের দিকে এটি প্রচারে আসবে।
আরিফিন শুভ ১২ সেপ্টেম্বর থেকে ঢাকাই বাইরে ‘নূর’ সিনেমার শুট শুরু করতে যাচ্ছেন। সিনেমাটির নায়ক ও নির্বাহী প্রযোজক তিনি। শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি সিনেমাটি পরিচালনা করছেন।