ডিনার পার্টিতে তামান্নার কণ্ঠে শাহরুখের গান
ভারতের দক্ষিণী ও বলিউড সুন্দরী তামান্না ভাটিয়া সম্প্রতি মুম্বাইয়ে একটি ডিনার পার্টিতে বন্ধুবান্ধবের সঙ্গে অংশ নিয়েছিলেন। ‘সাই রা’ অভিনেত্রী পরেছিলেন কালো পোশাক এবং বন্ধুদের সঙ্গে বেশ দারুণ সময় কাটিয়েছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পার্টিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের চিরসবুজ গান ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে শোনান। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তামান্না নব্বই দশকের জনপ্রিয় ওই গান গাইছেন। গানের কথা ভুলে গেলেও ঠোঁট মিলিয়ে চলেছেন তামান্না।
শুটিংয়ের জন্য মুম্বাই ও হায়দরাবাদে প্রায়ই যাওয়া-আসা করতে হয় তামান্না ভাটিয়াকে। তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি বড় প্রকল্প। সম্প্রতি এ সুন্দরী ওয়েব সিরিজ ‘দ্য নভেম্বর স্টোরি’র শুট শেষ করেছেন।
আগামীতে তাঁকে ‘সীতিমার’, ‘লাভ মকটেইল’-এর রিমেক ও ‘গুরথুন্ডা সীথকালাম’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘অন্ধধুন’ সিনেমার তেলেগু রিমেকে কাজ করবেন তামান্না।