দিনমজুরদের খাদ্য ও স্যানিটারি সহায়তা দেবেন ক্যাটরিনা
করোনা পরিস্থিতিতে মানুষ সহায় হচ্ছে মানুষের। কর্মহীন জনসাধারণের উপকারে এগিয়ে আসতে দেখা যাচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষকে। তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের খাদ্য ও স্যানিটারি সহায়তা দিতে যাচ্ছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের মহারাষ্ট্রের ভান্দারা জেলার দিনমজুরদের সাহায্য করার ঘোষণা দিয়েছেন ক্যাটরিনা কাইফ। লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ডিহাট ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে ক্যাটরিনার প্রতিষ্ঠান কে বিউটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ক্যাটরিনা লেখেন, ‘আমাদের সবার জন্য এটি একটি কঠিন মাস। কিন্তু এই দুর্যোগ কাটিয়ে উঠতে মানুষ যেভাবে চেষ্টা চালাচ্ছে, তা আশ্চর্যজনক। এ সময় অনেকেই খুব কষ্ট করছে। এদের মধ্যে কেউ কেউ অন্যদের চেয়ে বেশি কষ্ট করছে। এ কারণে তাঁদের সাহায্য করতে কে বিউটি এগিয়ে এসেছে।’
ক্যাটরিনা আরো জানান, এই কর্মসূচিতে মহারাষ্ট্রের ভান্দারা অঞ্চলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের খাদ্য ও স্যানিটারি সহায়তা প্রদানে ডিহাট ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে কে বিউটি।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেয়ার ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এ বিষয়ে অঙ্গীকারও করেন তিনি।
এর আগে বলিউডে অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, কার্তিক আরিয়ান, ভিকি কুশল, আলিয়া ভাট, অর্জুন রামপাল; দক্ষিণী মহাতারকা রজনীকান্ত, প্রভাস, মহেশ বাবু, আল্লু অর্জুন, তামান্না ভাটিয়াসহ অনেক তারকা করোনাভাইরাস মোকাবিলায় নানা অঙ্কের অনুদান দিয়েছেন।