দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলেন অমিতাভ
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে চিকিৎসাশেষে করোনামুক্ত হন। করোনাকালে মানুষের জন্য যথাসাধ্য সহায়তা করে চলেছেন এ বর্ষীয়ান তারকা।
বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, বিভিন্ন হাসপাতালে মেডিকেল সরঞ্জাম ও ভেন্টিলেটর অনুদান দিচ্ছেন অমিতাভ বচ্চন। এবার মুম্বাইয়ের সিয়নের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে দুটি হাই-টেক ভেন্টিলেটর ও চিকিৎসা সরঞ্জাম অনুদান দিলেন তিনি।
ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই মেগাস্টার মনিটর, সি-আর্ম ইমেজ ইনটেনসিফায়ার, ইনফিউজার পাম্পসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছেন হাসপাতালটিকে, যার মূল্য প্রায় ১.৭৫ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই কোটি টাকার বেশি।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, অমিতাভ বচ্চন এখন ‘গুডবাই’ সিনেমার শুট করছেন, যেখানে অভিনয় করছেন দক্ষিণী তারকা অভিনেত্রী রশ্মিকা মন্দানা।