দুই বছর প্রেমের পর কারা ও বেনসনের বিচ্ছেদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/08/kara_benson.jpg)
প্রায় দুই বছর প্রেমের পর ব্রিটিশ মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী কারা ডেলেভিং এবং মার্কিন অভিনেত্রী অ্যাশলে বেনসনের বিচ্ছেদ হয়েছে।
মার্কিন সাময়িকী পিপল ডটকমের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলের শুরুর দিকে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কারা ও বেনসন এপ্রিলে তাঁদের সম্পর্কে ছেদ ঘটিয়েছেন। কারা ডেলেভিং বর্তমানে তাঁর বন্ধু মার্গারেট কুয়ালি, তাঁর বোন রেইনি কুয়ালি ও কাইয়া গারবারের সঙ্গে সেলফ আইসোলেশনে রয়েছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/05/08/enter-2.jpg 687w)
সূত্রটি বলে, ‘কারা ও অ্যাশলের সম্পর্কে সব সময় উত্থান-পতন ছিল, কিন্তু এখন একেবারেই শেষ হলো। তাঁদের সম্পর্ক আর নেই।’
কারা ও বেনসনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে। ওই বছরের আগস্টে লন্ডনের হিথরো বিমানবন্দরে তাঁদের চুম্বনের ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। অবশ্য ২০১৯ সালের জুনে সম্পর্কের কথা নিশ্চিত করেন কারা ডেভেলিং।