নিশোর কারণে কি জেলে মেহজাবীন, জানাবেন ভিকি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/09/mahu_nisho.jpg)
নীল স্ট্রাইপের সাদা শাড়ি পরনে মলিন মুখে পা গুটিয়ে কারাগারে বসে আছেন মেহজাবীন চৌধুরী। বাংলাদেশি একটি ওটিটি প্ল্যাটফর্ম এমন ছবি প্রকাশ করেছে অভিনেত্রীর। ওটিটিতে এটিই প্রথম কাজ; সেজন্য বেশ উচ্ছ্বসিত মেহজাবীন ভক্তরা।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, মেহজাবীনের এই লুক কোন কনটেন্টের জন্য তা এখনই প্রকাশ করবেন না তারা।
মেহজাবীনের সেই উচ্ছ্বসিত ভক্তদের জন্য এনটিভি অনলাইনের খবর, নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সঙ্গে আছেন মনোজ প্রামাণিকও। এরই মধ্যে ফিল্মটির দৃশ্যধারণ শেষ।
![](http://103.16.74.219/sites/default/files/styles/big_3/public/images/2022/01/09/mahu_2.jpg)
ওয়েব ফিল্মে গল্প কী নিয়ে তা জানা না গেলেও, নিশো নাকি মনোজ কার কারণে জেলে মেহজাবীন? তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে থ্রিলার নির্মাণে খ্যাতি পাওয়া ভিকি জাহেদের ওপর।
যদিও এখনই এই ওয়েব ফিল্মটি নিয়ে মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।