পত্রলেখার স্বামী হতে পেরে সুখসাগরে রাজকুমার
১১ বছর প্রেমের পর ১৩ নভেম্বর রাতে আংটিবদল করেন বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখা। আর এক দিন পর গতরাতে সাতপাকে বাঁধা পড়েছেন এ যুগল।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ যুগলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। নয়া চণ্ডীগড়ের একটি বিলাসবহুল রিসোর্টে অগ্নিসাক্ষী রেখে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দিয়া মির্জা, বলিউডের অনেক তারকা সামাজিক পাতায় তাঁদের শুভেচ্ছায় ভাসিয়েছেন।
সুখসাগরে ভাসছেন রাজকুমার রাও। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে এ তারকা লিখেছেন, ‘অবশেষে ১১ বছরের প্রেম, রোমান্স, বন্ধুত্ব এবং মজার পর আমি আজ আমার সর্বস্ব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু, আমার পরিবারকে বিয়ে করেছি। পত্রলেখা, তোমার স্বামী, এই ডাকের চেয়ে আনন্দের আর কিছু আজ আমার নেই।’
গত শনিবার রাতে বাগদান সারেন রাজকুমার রাও ও পত্রলেখা। শিগগিরই তাঁদের বিয়ে হবে চণ্ডীগড়ে। বাগদান অনুষ্ঠানে সাদা পোশাক পরেছিলেন দুজনই। হাঁটু মুড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। পরে তাঁরা আংটিবদল করেন।
একটি বিজ্ঞাপনে প্রথম বার পত্রলেখাকে দেখেন রাজকুমার রাও। সেখানেই তাঁকে মন দিয়ে বসেন অভিনেতা। পরের গল্প সবারই জানা।