পুলিশের অনুষ্ঠানে নাচবেন ফেরদৌস-মাহি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চে নেচে ঝড় তুলবেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা মাহিয়া মাহি। এবারই প্রথম কোনো মঞ্চে এক হচ্ছেন দুই তারকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) নানা আয়োজন ও কর্মসূচির মাধ্যমে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ডিএমপি।
আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচবেন ফেরদৌস ও মাহিয়া মাহি। এ ছাড়া নাচবেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও নায়িকা মিষ্টি জান্নাত।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। উপস্থাপনা করবেন শাহরিয়ার নাজিম জয় ও শান্তা ইসলাম। আরো থাকবেন নগরবাউল জেমসের পরিবেশনা।
ইভান শাহরিয়ার এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমার গান দিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি। এই প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এক হচ্ছেন ফেরদৌস-মাহি। এর আগে তাঁরা জুটি বেঁধে কোনো কাজ করেননি। এ ছাড়া নায়িকা মিষ্টি জান্নাত আমার সঙ্গে নাচবেন।’
বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপি ১৯৭৬ সাল থেকে জনবহুল রাজধানী ঢাকা মহানগরীর জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন-অংশীদারত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট ডিএমপি।
দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে ডিএমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকার কথা রয়েছে।