প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির যত আয়োজন
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে এখন দেড় যুগ পেরিয়ে উনিশে পদার্পণ তরুণপ্রাণ প্রতিষ্ঠানটির।
১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, শনিবার এনটিভির দেড় যুগ পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে সম্মানিত দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এনটিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভি দুই দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল শুক্রবার সম্প্রচার হয় প্রথম দিনের আয়োজন।
দ্বিতীয় দিনের আয়োজনে আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘প্রেমে পড়েছি’। শাহাদাত হোসেন লিটনের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, আলীরাজ, বুলবুল আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন অপূর্ব, মিথিলা, মেহজাবীন, কায়েস চৌধুরী, মিলি বাশার, আনন্দ খালিদ প্রমুখ।
দুপুর ২টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রত্যাশার আগামী’। সাংবাদিক জহিরুল আলমের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা।
রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’-এর বিশেষ পর্ব। রুহানী সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী দিনাত জাহান মুন্নী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।